সেনবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।।
মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন)সেনবাগ,নোয়াখালী:
ইসলামী আন্দোলন বাংলাদেশ,সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণঅভ্যুত্থান পরবর্তী দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে দূর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের মুলৎপাটন, আওয়ামী দুঃশাসন সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ,সেনবাগ উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওহাব ও মাওলানা জুয়েল ভাইয়ের সঞ্চালনায় এবং আহবায়ক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা উত্তর শাখার সহ- সভাপতি আলহাজ্ব আবদুল ওদুদ, যুগ্ম সম্পাদক মাষ্টার নেয়ামত উল্যাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আলম সিদ্দিকী,ইসলামী ছাত্র আন্দোলন এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ দক্ষিণ শাখার সাবেক সভাপতি, ইমাম উদ্দিন মেহেদী, সেনবাগ উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী, সহ সভাপতি মুফতি মুহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতার পাইয়া সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক সহ প্রমুখ।
উক্ত গণ সমাবেশের শেষাংশে দোয়া পরিচালনা করেন,বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী নুর ইসলাম সাহেব।