সিলেট স্যোসিয়াল কমিউন এর ভিত্তি প্রস্তর স্থাপন। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম স্যোসিয়াল কমিউন এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হল সিলেটে ৫ মার্চ মঙ্গলবার বিকাল ৫ টার সময় তেমুকী’তে তৃণমূল নারী উদ্যোগতা সোসাইটি গ্রাসরুটস এর উদ্যোগে এই কমিউন এর উদ্বোধন করা হয় , এই কমিউন মূলত দুস্থ নারীদের প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ছোট ছোট উদ্যোগ গড়ে তুলাই হচ্ছে এই কমিউন এর উদ্যেশ্য। এইখান থেকে গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সচেতনতা এই বিষয়গুলি করা হবে।
এই প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাসরোটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র,
আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির জাতীয় সমন্বয়করী অনিতা দাস গুপ্ত, জেলা সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা সিলেট মহানগর এর সভাপতি জহুরা আক্তার, সম্পাদক নাফিছা শবনম, ডাঃ সাবরিনা আহমেদ, সেলিনা আক্তার, সেলিনা বেগম, সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আহসান হাবিব।