সফিউদ্দিন সরকার একাডেমিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। তৃণমূল বার্তা।।
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গান প্রতিযোগিতা, বক্তৃতা ও ছড়া, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল (২৬ মার্চ) মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের মাঠে এ আয়োজন করা হয়। এ সময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গভণিং বডির সভাপতি হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো বিল্লাহ হোসেন মোল্লা,
গভর্নিং বডির সদস্য মনসুরুল ইসলাম মিলন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান , শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনুষ্ঠানে শেষে চিত্রাঙ্গান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।