রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।
বিশেষ প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের উদ্যোগে মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক কনফারেন্স পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট কবি ,সাহিত্যিক ও লেখকরা অংশগ্রহণ করেন।
পশ্চিমবঙ্গ ভারত থেকে যারা আসছেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি:-
১) শুভেন্দু মুখার্জী
রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট কবি, সাহিত্য ও সংস্কৃতি বিশারদ।
২) সোমনাথ চক্রবর্ত্তী সুমন
শিক্ষানুরাগী, লোকশিল্পী, সঞ্চালক, কবি, সাহিত্য ও সংস্কৃতি সংগঠক।
৩) সুপর্ণা সরকার
শিক্ষিকা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি, সাহিত্য ও সংস্কৃতি সংগঠক।
৪) মুড়িঘন্ট পুলকেশ সিংহ
পঞ্চায়েত আধিকারিক, কবি, সাহিত্য ও সংস্কৃতি সংগঠক।
৫) সুস্মিতা হাজরা
শিক্ষিকা, বেতার ও দূরদর্শন খ্যাত সঙ্গীত শিল্পী, সংস্কৃতি সংগঠক।
আর ফোকলোর বিভাগের প্রফেসর ড.উদয় শংকর বিশ্বাস ও অধ্যাপক ড.আমিরুল ইসলাম কনক এর তত্ত্ববধানে সেমিনার টি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্য গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সেমিনারকে শুভেচ্ছা জানিয়েছেন ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড.জাহাঙ্গীর হোসেন