বেগমগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন
তৃণমূল বার্তা।।
মোঃ মহিউদ্দিন চৌধুরী মোহন,
বেগমগঞ্জ প্রতিনিধি
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানএর প্রতিকৃতিতে পুষ্প মাল্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার করা হয়।
সকাল ১১ ঘটিকায়, বেগমগঞ্জ শিল্পকলা একাডেমী তে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ মামুনুর রশিদ কিরণ, এমপি নোয়াখালী ৩, বেগমগঞ্জ। বিশেষ অতিথি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মডেল থানা, বেগমগঞ্জ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুর হোসেন মাসুদ, তপন মজুমদার সাবেক ট্রাস্টটি, মোহাম্মদ এড শরিফুল ইসলাম, এড আনসারি সহ অনেকেই বক্তৃতা রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি- আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ভাষণ আমাদের জন্য একটি ঐতিহাসিক দলিল, বাঙালি চলার একটি পথ প্রদর্শক বাংলাদেশ গঠনে ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফুর রহমান উপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ নোয়াখালী,প্রাথমিক পর্যায়ে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, শিক্ষক, পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।