প্রখ্যাত শিক্ষাবিদ গবেষক দার্শনিক প্রফেসর ডক্টর শহীদ মনজু র ৬০ তম জন্মবার্ষিকী উদযাপিত। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
এ সময়ের একজন মানবিক আলোকিত আলোর ফেরিওয়ালা প্রখ্যাত শিক্ষাবিদ গবেষক দার্শনিক প্রফেসর ডক্টর শহীদ মনজু র ৬০ তম জন্মবার্ষিকী উদযাপিত হলো ঢাকা প্রেসক্লাবের অডিটোরিয়ামে।
গত ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ০৬ টায় সাবেক প্রধান নির্বাচন কমিশনর বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের দোয়া আশীর্বাদ শুভকামনার মধ্য দিয়ে।
স্বাগত বক্তব্যে বিদ্রোহী The Nazrul centre এর চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান প্রফেসর ডক্টর শহীদ মনজু কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উচ্চারণ করেন – প্রজ্ঞা প্রেমের আনন্দের সৌন্দর্যের এক পরমউপলব্ধিতে আছেন শহীদ মনজু! তাঁর চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই – চরম এই না এর মধ্য দিয়েই পরম হ্যাঁ তে তাঁর পৌঁছানো সত্য সুপথের সাধনায়!! বাংলা একাডেমি পুরস্কার পাওয়া প্রখ্যাত কথাসাহিত্যিক পারভেজ হোসেন তার বাল্যবন্ধু সহপাঠী সম্বন্ধে বলেন, শহীদ মনজু এক অনন্য রহস্যময় মানুষ – তার রহস্যে ডুবে যাওয়া মানেই আক্ণঠ ভালবাসায় নিমজ্জিত হওয়া!!
দেশের এই অস্থির সময়ে এমন একটা ব্যতিক্রমী আয়োজন সঠিক সময়ই!!
এ সময়ে আলোকিত মানুষের বড় বেশি প্রয়োজন। প্রফেসর ডক্টর শহীদ মনজু অলস তথাকথিত সুসময়ের বিলাসী মানুষ নন। গবেষক শিক্ষাবিদ রাস্ট্র চিন্তক দার্শনিক সুফি সজ্জন ।
দুনিয়ার এই অস্থির রাজনীতি হানাহানি সব কিছু ছাপিয়ে মানুষ মানবিক স্বজন হবে এই জীবন ধারাপাত প্রফেসর ডক্টর শহীদ মনজু র দর্শন।
” মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ”
অনুষ্ঠানের সার্বিক আয়োজক-
বিদ্রোহী The Nazrul centre, জাগ্রত সাহিত্য পরিষদ, ন্যাশনাল ভলেন্টিয়ারস ফাউন্ডেশন, বিকল্প ভাবনা, জাতীয় নারী সাহিত্য পরিষদ, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, সাপোর্টারস ফোরাম।