নীলিমা আক্তার লিলি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এখন চীনে। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গিয়েছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করবে দলটি। স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভীর শাকিল জয় এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
নীলিমা আক্তার লিলি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতিনিধি দলের সঙ্গে চীনে। অবস্থান করছেন।
সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবে প্রতিনিধি দলের সদস্যরা।