দোহারে কুতুবপুর নৌ-পুলিশ কর্মকর্তা জহুরুল ইসলাম আইজিপি পদকে ভূষিত। তৃণমূল বার্তা।।
নিজেস্ব প্রতিবেদক:
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা দোহার উপজেলার কুতুব পুর নৌ-পুলিশ কর্মকর্তা এস আই জহুরুল ইসলাম আইজিপি পদক পেয়েছেন, ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে এস আই জহুরুল ইসলামকে এ ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এস আই( নিঃ) জহুরুল ইসলাম ময়মনসিংহ আনন্দ মোহন সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এম এস এস প্রথম বিভাগ পেয়েছেন এবং সেন্ট্রাল “ল” কলেজ থেকে এল এল বি কোর্স সম্পূর্ণ করেছেন।
২০১৩ সালে ক্যাডেট এস ( নিঃ) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি গাজীপুর জেলা,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও প্রাধানমন্ত্রীর কার্যালয়ে (এস পি বি এন-০১)থেকে নৌ পুলিশে গত ১৫/৭/২০২২ইং সালে কুতুবপুর নৌ ফাঁড়ির ইনচার্জ হিসাবে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করে আসতেছেন।
তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি (সদর) থানা তারাগাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নজরুল ইসলাম (অবঃ) বীর প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী,ও জুলেখা বেগমের তৃতীয় সন্তান।
কুতুব পুর নৌ-পুলিশে যোগদান করার পর সুনামের সাথে দায়িত্ব পালন করেন পরে তিনি ফাঁড়ী ইনচার্জ দায়িত্ব পাওয়ার পর এস আই( নিঃ) জহুরুল ইসলাম
দোহার পদ্মা নদীতে ডাকাতি বন্ধ,জাটকা ইলিশ রক্ষা,মা ইলিশ রক্ষা,চাঁদা বাজ বন্ধ ও গ্রেফতার সহ বিভিন্ন প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধানের নিকট থেকে আইজিপি পদক পেয়েছেন।
উল্লেখ্য, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।