তীব্র তাপদাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষায় টঙ্গীতে বৃক্ষরোপণ। তৃণমূল বার্তা।
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //
গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রভাবশালী সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি হাসান শুভর উদ্যোগে তীব্র তাপদাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষায় ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বিকালে টঙ্গীর গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ ও উদ্বোধন করা হয়।
এ সময় প্রভাবশালী ছাত্রলীগ নেতা কাজী রাব্বি হাসান শুভ বলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেলের পৃষ্ঠপোষকতায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বর্তমান বিশ্বে নগরায়ণের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত। সে জায়গায় আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ১০০০ হাজার বৃক্ষরোপণের এই কর্মসূচি উদ্যোগ নিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক কাজী নুরুল আমিন বাবু, কাজী নাজমুল, ৫০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রান্ত, কাজী জাহিদুল ইসলাম জয়, কাজী তোফাজ্জল প্রমুখ।