ঢাকায় ব্যস্তসময় পার করে গেলেন পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক দিলীপ রায়। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
গত ২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে
জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক সাহিত্য উৎসব-২০২৪ ও ঢাকায় অন্যান্য অনুষ্ঠানে যোগদান করে ব্যস্ত সময় পার করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কথা সাহিত্যিক দুই বাংলার জনপ্রিয় লেখক দিলীপ রায়। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ।
একুশে বইমেলায় নতুন লেখকের বইয়ের মোড়ক উন্মোচন, বিভিন্ন টিভি, পত্রিকায় সাক্ষাৎকার প্রদানসহ ব্যস্ত সময় পার করেন এই গুনী লেখক। ঢাকায় তিনি বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা গ্রহণ করেন।
গত নভেম্বরে কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান এই গুনী লেখককে দুই বাংলার বিশেষ সাহিত্যিক দূত হিসেবে আখ্যায়িত করেন।
দুই বাংলার সাহিত্যিকের বিশেষ দূত হিসাবে তিনি দুই বাংলায় আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগদান করে সাহিত্য নিয়ে বিভিন্ন গবেষণা, বিবৃতি প্রদান সহ নানা প্রকাশনা প্রকাশ করেন। তিনি তরুণ লেখকদের প্রকাশনার ব্যাপারে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।