টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিসের উদ্বোধন। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি।।
মেট্রোরেল সেবা উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত সম্প্রসারণের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন বলে জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর–২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।
উদ্বোধন শেষে সংসদ সদস্য রাসেল বলেন, ‘বিআরটিসির এ সার্ভিসটি রাজধানীর আব্দুল্লাহপুর থেকে উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলস্টেশন পর্যন্ত চালু ছিল। এতে গাজীপুর ও টঙ্গীবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এ বাস সার্ভিস সেবার নতুন মাত্রা যুক্ত করেছে। বিআরটিসির আন্তরিক সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
এসময় মেট্রোরেল সেবা উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গী হয়ে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সম্প্রসারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেন জাহিদ আহসান রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন, বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক প্রমুখ।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বাস সার্ভিস দেওয়া হবে। প্রথম ধাপে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত এ সার্ভিস চালু হলেও পরবর্তীতে টঙ্গীর স্টেশন রোড থেকে এলিভেটেড এক্সপ্রেস ফার্মগেট পর্যন্ত এ সার্ভিস চালু করা হবে।