শিরোনাম
রিয়াদে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর উদযাপন। তৃণমূল বার্তা।। রাজ পথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে, কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার। তৃণমূল বার্তা।। ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে সেনবাগে মহাসমাবেশ অনুষ্ঠিত। তৃণমূল বার্তা। সেনবাগে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।। সৌদি আরব রিয়াদে প্রবাসী লক্ষীপুর জেলার ৬ থানার বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।। সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের লাখপতি নির্বাচন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।। পশ্চিমবঙ্গ সার্ক জার্নালিস্ট ফোরামের বিজয়া সম্মিলনী ও সাংগাঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।। টঙ্গীতে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা হোসেন মোহাম্মদ অভী। তৃণমূল বার্তা।। টঙ্গীতে পাগাড় সোসাইটি মাঠের ময়লা পরিষ্কার কার্যক্রমে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল। তৃণমূল বার্তা।। বাংলাদেশে প্রথম উদযাপিত হচ্ছে ইয়েল উৎসব। তৃণমূল বার্তা।।
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

টঙ্গীতে পাগাড় সোসাইটি মাঠের ময়লা পরিষ্কার কার্যক্রমে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল। তৃণমূল বার্তা।।

রিপোটারের নাম / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

টঙ্গীতে পাগাড় সোসাইটি মাঠের ময়লা পরিষ্কার কার্যক্রমে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল। তৃণমূল বার্তা।।

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //

গাজীপুরের টঙ্গীতে পাগাড় সোসাইটি মাঠে ময়লা রাস্তার গিয়ে পথচারীদের চলাচলে সমস্যা ও দুর্গন্ধে আশপাশে বসবাসরত সাধারণ মানুষের কষ্ট লাঘবে রাস্তা পরিষ্কার কার্যক্রম পরিচালনা ও পরিদর্শন করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রভাবশালী সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।
রাস্তায় জমে থাকার ময়লার কারণে স্কুল পড়ুয়া বাচ্চারা ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়েছে।
গতকাল (২০ অক্টোবর) সকালে গাসিক ৪৩ নং ওয়ার্ডের পাগাড় সোসাইটি মাঠে ময়লা রাস্তা থেকে সড়িয়ে রাস্তা পরিষ্কারের কাজ করা হয়েছে। এ সময় ৪৩ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব সুমন ও সিটি কর্পোরেশন লোকজন রাস্তা থেকে ময়লা সড়ানোর ব্যবস্থা করেন।

এ সময় টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রভাবশালী সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, এলাকার সাধারণ মানুষ পাগাড় সোসাইটি মাঠে ময়লা রাস্তায় জমে থাকার বিষয় আমাকে জানালে আমি তাৎক্ষণিক ওয়ার্ড সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার বিভাগে যোগাযোগ করি৷ যোগাযোগ ভিত্তিতে ৪৩ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব সুমন ও সিটি কর্পোরেশন লোকজন এসে রাস্তা থেকে ময়লা সড়িয়ে রাস্তা পরিষ্কার ও দুর্গন্ধ মুক্ত রাখার ব্যবস্থা করেন। তিনি আরো বলেন, রাস্তায় জমে থাকা ময়লা সড়িয়ে পরিষ্কার করে দেওয়াই রাস্তায় চলাচলকারী জনসাধারণ মানুষ অনেক খুশি হয়েছেন ও প্রশংসা করছেন। এবং সোসাইটির আশপাশে বসবাসরত স্থানীয়দের দাবি পাহাড়ের সমান এই ময়লার স্তুপটি অন্যত্রে সড়ানোর ব্যবস্থা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ