জিএমপিতে স্মার্ট পুলিশিং সার্ভিসের উদ্বোধন। তৃণমূল বার্তা।।
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী, গাজীপুর //
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা পরিদর্শনকালে “স্মার্ট পুলিশিং সার্ভিস” এর শুভ উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম। আজ (২৭ মার্চ) বিকেলে টঙ্গী পূর্ব থানায় এই ডিজিটাল ডিভাইসটির উদ্বোধন করা হয়।
কমিশনার বলেন, পুলিশিং সেবা আধুনিকায়ন, দ্রুততম সময়ে সেবা প্রদান এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ “স্মার্ট পুলিশিং সার্ভিস” এর মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন জিএমপির মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন), আবু তোরাব মোঃ শামসুর রহমান, উপ-পুলিশ কমিশনার অপরাধ উত্তর, আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপ-পুলিশ কমিশনার, সিটিএসবি এন্ড প্রটেকশন বিভাগ, মোঃ আরিফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, লজিস্টিকস এন্ড ট্রান্সপোর্ট বিভাগ, মোঃ হাফিজুল ইসলাম, এডিসি,(অপরাধ দক্ষিণ বিভাগ), মেহেদী হাসান দিপু, সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী জোন, মোঃ মাকসুদুর রহমান,এসি, গাছা জোন, চৌধুরী মোহাম্মদ তানভীর, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার, এবং সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।