বিশেষ প্রতিনিধি:
আজ ২৩ নভেম্বর শনিবার সকাল ১০:০০ ঘটিকায় National Council for Political Thought (NCPT) জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ‘মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে’ বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন:কার্যকর ও টেকসই সংস্কার শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং NCPT এর যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন NCPT এর সভাপতি অধ্যাপক আবদুল লতিফ মাসুম এবং স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, প্রফেসর দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন NCPT এর সাধারন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, প্রফেসর দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান ও NCPT এর যুগ্ম সাধারন সম্পাদক মেজবাহ-উল-আজম সওদাগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক স ম আলী রেজা, অধ্যাপক শরিফুল ইসলাম, ও সাবেক সচিব শেখ মোতাহার হোসেন সহ আরোও অনেকে। সেমিনারে দেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীগণ, গুণীজন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।