গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
টংগী গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ মার্চ রবিবার গাজীপুরা সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রাশেদুল হাসানের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- অবিভাবক কমিটির সভাপতি আবু সাইদ, গাজীপুরা কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি কাজী আশরাফুজ্জামান খোকা,গাজীপুরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী কাওসারুজ্জামান বাবুল, গাজীপুরা কেন্দ্রীয় মসজিদের মোত্তাওয়ালী কাজী শহিদুল ইসলাম, গাজীপুরা ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক নেকবর আলী খান, গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সাবেক ছাত্র নেতা কাজী মাহতাব হোসেন শাওন, সাবেক প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, প্রমুখ।আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।