গাছা থানা সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। তৃণমূল বার্তা।।
মাহবুবুর রহমান জিলানী,টঙ্গী গাজীপুর //
দীর্ঘ প্রতিক্ষার পর ত্যাগী ও নিঃস্বার্থ কর্মীরা যে রাজনীতির মাঠে মূল্যায়িত হয়, এটা আবারও প্রমাণিত। তেমনি এক দৃষ্টান্ত দেখলো গাছা বাসী। গতকাল রাতে
গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গাছা থানা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে প্রভাষক শফিকুল ইসলাম শফিককে
সভাপতি ও হাজী মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে আট সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে । নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে গাছা বঙ্গবন্ধু কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির মাজারে শ্রদ্ধা নিবেদন ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। এ সময় আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ সহ শত শত মোটরবাইক শোভাযাত্রা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নেতাকে বরণ করলেন সাধারণ কর্মীরা। এ বিষয় নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন আওয়ামী পরিবারের সাথে ছিলাম, অনেক ঘাত-প্রতিঘাত পেড়িয়ে অবশেষে দল আমাকে মূল্যায়িত করেছে, এইজন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। কৃতজ্ঞতা জানাই গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ
কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনকে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মী নিয়ে মাঠে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করবো।