গাছা থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেন ছাত্রদল নেতা মোমিনুর রহমান। তৃণমূল বার্তা।।
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গাছা থানার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন
গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান ও গাছা থানার ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মির্জা সফিক। গতকাল (১২ অক্টোবর) রাতে গাছা থানা এলাকার রবিদাস পাড়া পূজা উদযাপন কমিটির হাতে এই নগদ অর্থ তুলে দেন ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ওইসব পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন হিন্দু নেতাদের কাছে। এবং শারদীয় উৎসবের শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান,গাছা থানা ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মির্জা সফিক,গাছা থানার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, গাছা থানার শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য গোলাম রাব্বানী,নাজমুল সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গাছা থানা ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলেন মির্জা সফিক বলেন, তাদের ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করি এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি। অতীতেও তাদের সঙ্গে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করো। এ সময় গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান বলেন, যার যার সে সে ধর্ম পালন করবে। তাদের ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তার স্বার্থে আমরা বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করি এবং নগদ অর্থ সহায়তা প্রদান করি।