ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মৈত্রী শিল্পে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। তৃণমূল বার্তা।।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি //
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট , মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. সেলিম খান । আজ (৭ মার্চ)
বৃহস্পতিবার সকাল টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট,মৈত্রী শিল্পে বঙ্গবন্ধু স্মৃতি লাইব্রেরীর সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় নির্বাহী পরিচালক মো. সেলিম খান বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ, বঙ্গবন্ধু তাঁর অগ্নিগর্ভ ও প্রাঞ্জল ভাষণে দীর্ঘদিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ বিষয় উপস্থিত ছিলেন কারখানা ব্যবস্থাপক মহসীন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছ আহম্মেদসহ সকল কর্মকর্তা কর্মচারীরা।