ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে সেনবাগে মহাসমাবেশ অনুষ্ঠিত। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে নোয়াখালী সেনবাগ উপজেলা,পৌর বিএনপি,যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মহাসমাবেশে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল এর সঞ্চালনায় ও পৌর বিএনপি’র আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও সেনবাগ – সোনাইমুড়ি আংশিক আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ সময় প্রধান অতিথি বলেন, অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গণতন্ত্র হত্যাকারী হাছিনা কে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
যারা বিগত সরকার এবং আওয়ামী লীগের রাজনৈতিক হামলা মামলার শিকার হয়ে আমাদের পার্টির হয়ে মিছিল মিটিং করেছেন তাদের প্রতি থাকবে দলের পুরস্কার।
আর যারা বিগত বছরের দলের কোন কাজ না করে সরকারের সাথে আঁতাত করে এখন অতিথি পাখিদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ার করে তিনি বলেন এখনো সময় আছে দলের বিভাজন না করে দলের পক্ষ হয়ে কাজ করুন।