উত্তরা সিটি কলেজে অনুষ্ঠিত হয় "সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক"- আলোচনা সভা ও ইফতার পার্টি । তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
শুক্রবার বিকেলে এসোসিয়েশন ফর গুড গভার্নেস ইন বাংলাদেশ (এজিজিবি)কর্তৃক আয়োজিত "সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক"-
আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয় উত্তরা সিটি কলেজ ক্যাম্পাসে।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফসার খান কমিশনার এক নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর তাসলিমা বেগম সাবেক চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা,
শাহাবুদ্দিন মিয়া জেলা পরিষদের এমপি
জার্মান, প্রফেসর ডক্টর দেওয়ান এম এ সাজ্জাদ
সাবেক প্রভিসি পুনরো ইউনিভার্সিটি,
প্রফেসর ডক্টর হাফিজ উদ্দিন প্রফেসর অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউকে,দয়াল কুমার বরুয়া
চেয়ারম্যান আদিব গ্রুপ
,মোঃ কামাল এলেন কেনিয়া, ইসমাইল হোসেন ইসমি,লেখক ও গবেষক তারিকুজ্জামান চেয়ারম্যান,উত্তরা পাবলিক লাইব্রেরি
তাইয়ব আলী,পিএস জিএম কাদের, তৌফিক এলাহী পরিচালক এজিজিবি,মোঃ আবদুর রহমান সেক্রেটারি জেনারেল সার্ক জার্নালিস্ট ফোরাম সহ কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উওরা সিটি কলেজ ও এজিজিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম মিজানুর রহমান।