অমর একুশের বইমেলা-২০২৪-এ ইসমাইল হোসেন ইসমী’র ৫ম নতুন উপন্যাস ‘দূর নক্ষত্র”। তৃণমূল বার্তা।।
বিশেষ প্রতিনিধি:
অমর একুশের বইমেলা-২০২৪-এ ইসমাইল হোসেন ইসমী’র ৫ম নতুন উপন্যাস ‘দূর নক্ষত্র”
এর শুভাগমন!!
তারিখ: ০৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার বিকেল ০৫টায়
স্থান: একুশের বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে
বিশিষ্ট তরুণ লেখক এই ইসমাইল হোসেন ইসমীর বই কলকাতা বইমেলা এবং অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়ে আসছে।
এবার পার্ল পাবলিকেশন প্যাভিলয়ন নং-২৮ “অমর একুশে বই মেলায় পাবেন তরুণ লেখক ইসমাইল হোসেন ইসমী র
দূর নক্ষত্র |
আগামীর পৃথিবী হয়ে উঠুক #দূর নক্ষত্র# এর ইয়েলময়।